স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলার প্রতিনিধি :
সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠন জেলা ভিত্তিক এই সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা পদে আবেদন জানালে সম্মতি প্রদান করলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
গত সোমবার সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক হবিগঞ্জ জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী জাকারিয়া আমিন (এম এ এল এল বি) ও যুগ্ম আহ্বায়ক পাভেল, সাইফুল,সুমন, মুস্তাফিজুর, শাহিনুর আক্তার কাকুলি, দৈনিক হবিগঞ্জের আলো পত্রিকার প্রকাশক স্বপন রবি দাস সহ সংগঠনের সকল সেচ্ছাসেবকবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করে প্রধান উপদেষ্টা মহোদয় কে সাদরে গ্রহণ করেন।
জানা যায় , একই দিন হবিগঞ্জ শহরের থাই এ্যালুমিনিয়াম এর সত্বাধীকারি আহাদ আহমেদ কে উপদেষ্টা হিসেবে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
তখন সময় প্রধান উপদেষ্টা ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, সমাজের জন্য সামাজিক সংগঠন প্রয়োজন। তাই দেশের সকল প্রভাবশালী বৃত্তবান লোকদের কে সামাজিক সংগঠন এগিয়ে আসার জন্য নির্দেশ দেন তিনি ।