নোমান আহমেদঃ
চুনারুঘাট উপজেলার রাণী গাঁও ইউনিয়নের ইসলাম পুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধ মহিলা আফছান বেগম বৃদ্ধ স্বামী আব্দুল মতিন কে নিয়ে অতি কষ্টের সাথে মানবেতর জীবন জাপন করছেন।দু’বেলা দু মুটু খাবারের আশায় ছুটছেন মানুষের দুয়ারে দুয়ারে তা ও পারছেন না আগের মত বয়সের ভারে। উনার সাথে এ বিষয়ে কথা বললে উনি জানান একটি মাত্র ছেলে ছিল উনার গত দুয়েক বছর আগে পার্শ্ববর্তী গ্রামে কাজ করতে যেয়ে মাঠির চাপায় মারা যান।আর উনার বৃদ্ধ স্বামী প্রায় অচল। সরকারি কোন ভাতা পান কি না জানতে চাইলে তিনি বলেন স্থানীয় মেম্বারের কাছে একাদিক বার গিয়েছেন কিন্তু কোন লাভ হয় নাই বরং আশার বানী শুনে আসতে হয়েছে। এ ব্যাপারে স্বানীয় মেম্বারের সাথে এই ০১৭১৪২৯২১৬৪ নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।