পারভেজ মোশারফ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি ::
নরসিংদীর রায়পুরায় সৌদিপ্রবাসী রানা মিয়া ও ব্যবসায়ী সোহলে মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে রাতে রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে প্রবাসী রানা ও ব্যবসায়ী সোহেলের দুটি ঘর ভষ্মীভূত হয়ে যায়।
ভুক্তভুগী দুটি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় ব্যবসায়ী সোহেল মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশি প্রবাসী রানার ঘরে। আগুনে দুটি ঘরে থাকা টিভি, ফ্রিজ, মূল্যবান আসবাপত্র, স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ পুড়ে যায়। পরিবার দুটির দাবি অগ্নিকাণ্ডে তাদের বিশ লাখ টাকা ক্ষতি হয়েছে।
প্রবাসী রানার স্ত্রী খালেদা জানান, আগুনে ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। করোনায় স্বামী বিদেশে বেকার। তাদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।