হামলায় প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী রোকেয়া বেগম(৩৫) ও তার দেবরের স্ত্রী সুফিয়া বেগম(৩০) রায়পুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
বিগত একমাস পূর্বে লিখিত অভিযোগ থেকে জানা যায়, পৈতৃক সম্পদের মধ্যে ঘর নির্মাণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় পড়ে রোকেয়া বেগম, রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেনভুক্তভোগী রোকেয়া বেগম।
যার তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর উপর হামলা করে বিবাদীরা।
এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী অফিসার রায়পুর থানার সাব ইন্সপেক্টর নাসিম উল হক ইমরান(নিরস্ত্র)র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মারামারির বিষয়টা জানানো মাত্রই রায়পুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল জলিল স্যারের নির্দেশে দ্রুত আমি রায়পুর উপজেলা সরকারি হাসপাতালে দেখতে গিয়েছি, বিষয়টি দুঃখজনক। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।