মোঃসাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
শীত বাড়ার সাথে সাথে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ।আক্রান্তের সংখ্যা ও বাড়ছে প্রতিনিয়ত।নো মাস্ক,নো সার্ভিস কর্মসূচি পালন করছে সরকার ও সারাদেশ।
তাই গত ১২ই ডিসেম্বর রোজ শনিবার রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ১৮৩৯ তম রেগুলার মিটিং এবং বর্তমান করোনার এ ক্রান্তিলগ্নে জনসচেনতা মূলক গুরুত্বপূর্ণ একটি যৌথ প্রজেক্ট মাস্ক পরিধান সচেতনতা লিফলেট স্টিকার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন রিজওনাল রিপ্রেজেন্টটিভ পিপি এন এম মহিউদ্দীন নায়েল,পিপি ডিস্ট্রিক অ্যাডভাইজার নাসিম, সভাপতি রো.জাকির হোসাইন, সচিব রো.ঈশান দাশ,জয়েন্ট সেক্রেটারি অাসিফ,জয়েন্ট সেক্রেটারি তানবির সরকার, রোটারেষ্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি সভাপতি অামিনুল ইসলাম এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।