নোমান আহমেদ চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটের রানী গাঁও ইউপির ইসলামপুর গ্রামের আফছান বেগম ৯০ বছর বয়সী বৃদ্ধাা তিনি আর কত বয়স হলে পাবেন বয়স্ক ভাতা। ১০০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মতিন তিনি বিছানায় শয্যরত। তাদের ছেলে কাছুম আলী বিগত দুই বছর আগে দেওয়াল ছাপা পড়ে মারা যান।কাছুম আলীর বৃদ্ধ মাতা পিতা স্ত্রী সহ দুই পুত্র দুই কন্যা সন্তান রেখে তিনি দেহ ত্যাগ করেন। তার পর থেকে শুরু হয় দুঃখ দুর্দশা ও মানবেতর জীবন যাপন। বৃদ্ধাা আফছান বেগম ও তার পুত্র বুধু সহ নাতি নাতনি নিয়ে মহা বিপাকে পরেছেন।অনেক সময় অনাহারে অর্ধ হারে তাকতে হয়।কিন্তু বৃদ্ধাা আফছান বেগমের স্বামী বয়স্ক ভাতা পেলে ও আফছান বেগম স্হানীয় মেম্বার মিজানুর নিকট গেলে তিনি ২ বছর যাবত ঘুরপাক করাচ্ছেন, এছাড়াও স্হানীয় ইউনিয়ন পরিষদ সমাজ সেবা অফিসে পদদলিত করে ও কোন ভাতা ও কোন সাহয্য সহযোগিতা পাননি। তাই বৃদ্ধাা আফছান বেগম প্রশাসনের সকল মহলের সাহায্য সহযোগিতা কামনা করছে। এ বিষয়ে রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী বলেন, আমি বৃদ্ধা আফছান বেগম কে সাহায্য সহযোগিতা করেছি এবং আরও করব বলে তিনি জানান। …