আহসান হাবীব লক্ষীপুর জেলা প্রতিনিধি
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল দিন, স্বাধীন হওয়ার দিন। দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে স্মৃতি স্তম্ভে আসছেন সাধারণ মানুষ। ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতি স্তম্ভ।
বিজয় দিবসে স্মৃতি স্তম্ভও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রায়পুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।সংগঠনের সভাপতি পীরজাদা মাসুদ হোসাইনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, সহসভাপতি আখতার হোসাইন,সহসভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পদক মাহমুদ সানি,সাংগঠনিক সম্পাদক এস,এম জাকির হোসাইন,সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, প্রচার সম্পাদক জোবাইর হোসাইন, সাংবাদিক মামুন ভূঁইয়া, সাংবাদিক ইউসুফ হোসেন,সাংবাদিক মোঃ রনি আহমেদ, সাংবাদিক আকিব ইমরান,সাংবাদিক ইমতিয়াজ সাংবাদিক রবিন সহ আরো অনেকে।
আলহামদুলিল্লাহ ভালো নিউজ হয়।
ধন্যবাদ