হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় চিকিৎসকসহ নিহত দুই
স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলার প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে সিএনজি ও পিকআপ ব্যান টমটম ইজিবাইকের ত্রিমূখি সংঘর্ষে চিকিৎসকসহ নিহত দুইজন এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ৬জন।গুরুত্বর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার বেলা ১২,৩০ মিনিটের দিকে এ দূর্ঘটনাটি ঘটে।আহতরা জানান,শায়েস্তাগঞ্জ বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক’যোগে হবিগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন, হবিগঞ্জ যাওয়ার পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপরে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতেy ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অত্যন্ত ৬জন।এঘটনায় নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দ্র পোদ্দারের ছেলে ডা:দিপংকর পোদ্দার। তিনি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের একজন চিকিৎসক ।অপর জন হলেন ময়মনসিংহ গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের মো: সফির উদ্দিনের ছেলে মো:জুলহাস উদ্দিন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।সিএনজি ও পিকআপ ব্যান টমটম ইজিবাইক উদ্ধার করে থানায় আনা হয়েছে।বর্তমানে ঐ সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।