কবিতাঃ বাংলা আমার, লেখকঃ মোঃ সজিব হাওলাদার
রিপোর্টারের নাম
-
প্রকাশিত :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
-
৫৪
বার পড়া হয়েছে
- কবিতাঃ বাংলা আমার
লেখকঃ মোঃ সজিব হাওলাদার
*********************
*********************
বাংলা আমার
হাজারো বীরত্বের অস্তিত্বে গাঁথা।
বাংলা আমার
শেখ মুজিবের সেই ভয়ানক অবিনশ্বর ভাষন।
বাংলা আমার
কাজী নজরুলের বিদ্রোহী অঙ্গ লুটিয়ে থাকা দেশ।
বাংলা আমার
না ভুলিবার মতো রবিঠাকুরের অজস্র চেতনা।
বাংলা আমার
হাজারো শোষিত লাঞ্ছিত দিনগুলির বেদনা।
বাংলা আমার
যুদ্ধে শহীদ সেই ৩০লক্ষ মানেবের প্রাণ।
বাংলা আমার
শিশুর মুখে প্রাণ খোলা হাসির উল্লাস।
বাংলার আমার
নীরবে সহ্য করে থাকা জ্বালাময়ী দুঃখ।
বাংলা আমার
মায়ের প্রতিটি মুহূর্তের কষ্টের আঘাত।
বাংলা আমার
বোনের সেই পশুতুল্য নির্যাতনের শিকার।
বাংলা আমার
একটি শিশুর স্বপ্নে দেখা সেই অমর কবিতা।
বাংলা আমার
দাদু নাতিকে ঘুম পড়ানোর যুদ্ধজয়ী গল্পটা।
বাংলা আমার
বৈরিদের সেই হিংস্রতার বর্বরতা।
বাংলা আমার
এক বুক রক্তের সাগরে অতুলনীয় ঢেউ।
বাংলা আমার
স্বপ্ন দেখা সত্যি নামক এক বাস্তব দেশ।
বাংলা আমার
এক সাগর রক্ত পেরিয়ে পাওয়া স্বাধীনতার দেশটা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন