কে এই মিজান মেম্বার?
নোমান আহমেদ চুনারুঘাট থেকে,
মিজান মেম্বার অনেকে নাম শুনলেই চমকে উঠেন!চুনারুঘাট উপজেলার রাণী গাঁও ইউনিয়নের আলোচিত বহুরুপী মেম্বার মিজান। যার এক সময় নুন আনতে পান্তা পুরাত কিন্তু সময়ের বিবর্তনে বদলে গেছে তার জিবন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, এক সময় তিনি গাছ ছোর ছিলেন তার বিরুদ্ধে রশিদ পুর বনবিটের একাদিক মামলা ও হয়েছিল। সে এক সময় তার সন্তাসী কর্মকান্ঠ প্রকাশ করতে শুরু করে তারই এলাকার ইসলামপুর গ্রামের তৈফিক মিয়া নামে এক ব্যক্তির পা কেটে পেলে শুধু তাই নয় জিবধরছরা গ্রামের আবু মিয়ার পা একই ভাবে ভেঙে দেন তিনি।কিভাবে মেম্বার হন তিনি জানতে চাইলে বলেন,চুনারুঘাট উপজেলার রাণী গাঁও ইউনিয়নের একেবারে পৃর্বাঞলে পাহাড় ঘেসা গ্রাম হাকাজুড়া মনিপুর জিবধরছরা কাওয়াতিতা যেখানে শিক্ষার আলো একেবারেই কম মানুষ জন নিরীহ ভাবে জিবন জাপন করে। তাই অধিকাংশ মানুষ তার ভয়ে মুখ খুলে না। নির্বাচন আসলে তার অত্যাচার নির্যাতন আর ও বেড়ে যায়।তার বিরুদ্ধে চুনারুঘাট বাহুবল শ্রীমঙল থানায় হত্যা সহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।প্রায় বছর প্রায় পাঁচ বছর যাবত এলাকায় নামে বেনামে জায়গা জোর করে দখল করে বালু উওোলন করে কোটি কোটি টাকা অবৈধ আয় করছেন।একাধিক বার উনার অবৈধ ডেজার মেশিন উপজেলা প্রশাসন ভেঙে দেয়। এলাকার প্রায় একশ মানুষ তার বিরুদ্ধে এসব অভিযোগ সরকারি ভিবিন্ন দফতরে ফেরন করেন।এলাকার জনগণের দাবি উনার বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণনের দাবি জানান।এসব অভিযোগের সত্যতা জানতে উনার মোবাইল বন্ধ পাওয়া য়ায়।