কবিতাঃ সাহিত্যমহারথীবৃন্দ
লেখকঃ মোঃ সজিব হাওলাদার
********************
********************
কতশত কবি লিখে গিয়েছেন কতশত কবিতা;
তাদের থেকেই ভালোবাসা নেই আমি খুঁজিয়া।
জাতীয় কবি কাজী নজরুল গিয়েছেন লিখিয়া-
বিদ্রোহী নামক লেখা এক অমর ভাবময় কবিতা।
কবি গুরু রবীন্দ্রনাথ গিয়েছেন হাজারো লিখিয়া-
স্বপ্নময় নামক এক স্বপ্নময়ী গীতাঞ্জলি বইখানা।
কবির ভাবনা হয়ে ওঠে এক ভাবময় কবিতে,
তাদের লেখা জায়গা করে নেয় মন মন্দিরে।
অন্তরে যদি মেলে সুখ,
তবে ঘুচে যায় সব দুঃখ।
সাহিত্যমহারথীবৃন্দ-
মনের আনন্দে লিখেছেন সুখ-দুঃখের বানী
এটাই হচ্ছে কবিদের মন মন্দিরের শ্রদ্ধা ভক্তি।
কবিগণ রসভাবের সাধনায় মনের আনন্দে-
লিখেছেন মানবকে ভালোবাসার সংকল্পে।
সকল কবিগণ ছিলেন সাব্যসাচীময় একই রূপে-
রেখে গিয়েছেন স্মৃতিচারণ হিসেবে কিছু কবিতে।