নিজস্ব প্রতিবেদঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যেগে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিজয়ের তাৎপর্য ও করোনা সতর্কতা মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে । বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
রবিবার বেলা ১২ ঘটিকার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল । উক্ত সভার উদ্ভোধক ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকারিয়া আমিন (এম এ এল এল বি ) সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান বেলন । এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের আলো পত্রিকার সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল নোমান সাংগঠনিক সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের আলো পত্রিকার প্রকাশক স্বপন রবি দাস তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।