লুৎফুর রহমান, বাহুবল উপজেলা প্রতিনিধিঃ
মিরপুর সরকারি কলেজ মাঠে বিল্ডিং নির্মানের প্রতিবাদে শিক্ষার্থী ও ক্রীড়ামোদিদের মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টার দিকে কলেজের সামনে এ মানববন্ধনটি করা হয়। গীতিকার ও শ্রমিক সভাপতি এম আর মামুনের সভাপতিত্বে মানববন্ধনকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ব্যবসায়ী সামছুদ্দিন, মিরপুর স্পুর্স একাডেমির সভাপতি সুজন আহমেদ লিয়াকত, মোঃ শাহজাদা, মিল্লাদ হোসেন, রুবেল মিয়া, আহমদ আলী,সুমন মিয়া, শাওন মিয়া, কলেজ ছাত্র ফয়ছল আহমেদ, মোঃ রাজু মিয়া, শাকিব, রায়হান মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন বক্তব্য রাখেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিল্ডিং নির্মানে মানববন্ধনকারীদের কোন বিমত নয়। তবে, নির্মাণাধীন বিল্ডিংটি খেলাধুলা সহ ক্রীড়াবিদদের মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা আরও বলেন, এ জায়গা ছাড়াও পার্শে পর্যাপ্ত জায়গা রয়েছে। যেখানে বিল্ডিং করা হলে সুন্দর্য রক্ষা পাবে। তাতে খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। তারা আরও বলেন, বর্তমান নির্মাণপ্রক্রিয়াধীন বিল্ডিংটি অন্য সরিয়ে কাজ করা না হলে শিক্ষার্থী ও এলাকাবাসী দাবী আদায়ে যেকোন প্রদক্ষেপ নিতে পারে বলেও বক্তারা দাবী করেন। তাই, কলেজ সহ এলাকার সর্বস্তরের জনতার খেলার মাঠটিতে বিল্ডিং নির্মানের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো হয়।