মো:নুরুজ্জামান সরকার নিরব, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবৈধ ভাবে ইট ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে। যে কারণে ফসলি ক্ষতির কবলে পড়ছে এবং রাস্তা কেঁটে ট্রাক্টর চলার পথ করায় রাস্তাটি যানবাহন, চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।এই বিষয়ে দক্ষিণবঙ্গ নিউজ এর গাইবান্ধা বিশেষ প্রতিনিধি জি এম রাহাত নিউজ করার সার্থে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে মাসুদ রানা মিশু(ধর্মপুর সুন্দরগঞ্জ)নামের একজন মাটি বিক্রেতা জি এম রাহাত কে নানা ধরনের অকথ্য ভাষায় কথা বলে অপমান করে এবং সেই সাথে হাতের বিদ্ধ আংগুল দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়। ঘটনা স্থলে একজন সাংবাদিক কে হেনস্থা করেন মাসুদ রানা মিশু।
এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় সচেতনমহল। মাসুদ রানা মিশু’র এমন অপকর্মের জন্য অনেকে ভুক্তভোগী বলে জানা যায়।