ডেক্স রিপোর্টঃ
সিলেটে চ্যানেল আই’র জেলা রিপোর্টার ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য সংগঠন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
তখন সময়, সংগঠনের পক্ষ থেকে সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল নোমান বলেন , অতি দ্রুত হামলাকারীকে আইনের আওতায় এনে এই গুরুতর অপরাধ এর কঠিন শাস্তি প্রদানের দাবী জানান তিনি।
তখন সময় সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে সংগঠন এর পক্ষ থেকে।