স্টাফ রিপোর্টারঃ
চুনারুঘাট উপজেলার রাণী গাঁও ইউনিয়নের সন্তাসী মিজান মেম্বারের অবৈধ বালু মহালে গতকাল বিকাল ৪টায় সহকারী কমিশনার ভূমি মিল্টন পালের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের ভিবিন্ন সরঞ্জাম ধংশ করা হয়। স্হানীয় সূত্রে জানা যায় মিজান মেম্বার চুনারুঘাট উপজেলার ভিবিন্ন অপরাধ কর্মকান্ঠের সাথে জরিত।তার বিরুদ্ধে হত্যা নারীনির্যাতন সহ প্রায় দুই ডজন মামলা চলমান। বর্তমানে তার কাছে প্রায় জিম্মি চুনারুঘাটের রানীগাও ইউনিয়নের হাকাজুরা মনিপুর জিবধরছরা কাওয়াতিতা ইসলাম পুর গ্রামের জনগন।তার বিরুদ্ধে এসব এলাকার জনগণ সব সময় ভিবিন্ন জায়গায় দোরজাপ করে ও কোন প্রতিকার পায়নি।বরং উপরন্ত যারা প্রতিবাদ করেছে তাদের কেই করুন পরিণতি বহন করতে হয়েছে।