রিপোর্টার : কাইয়ুম সরকার
আজ ১৫/১/২০২১ ইংরেজী
মাধবপুর উপজেলা ২নং চৌমুহনী ইউনিয়নের ১নং ওয়ার্ড চেংগাঁর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলী হোসেনের স্বরণে মিলাদ মাফিল দোয়ার আয়োজন করা হয় এবং শোকসভা অনিষ্টিত হয়
উক্ত শোক সভায় চেংগাঁর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি
শেখ তোফাজ্জল হোসেন ছুরুক এর সভাপতিত্বে ও মুছা মোল্লার উপস্হাপনায় শোকসভায় বক্তিতা রাখেন
চেংগাঁর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ মজিদ মিয়া, আওয়ামীলীগের ১ নং ওর্য়াডের সভাপতি হাজ্বী আব্দুল আলী,২ নং ওর্য়াডের বর্তমান মেম্বার আপন মিয়া, সাবেক মেম্বার মনু মিয়া, আব্দুল আলী,ইউনিয়ন যুবলীগের সাংঘটনিক সম্পাদক ডাঃ আতিকুল ইসলাম আকাশ সহ আরো অনেকেই।