মোঃ নুরুজ্জামান শেখ (টঙ্গী গাজীপুর) প্রতিনিধিঃ
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু, বাংলাদেশ প্রিমিয়াম লীগের খেলার জন্য টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়ামে পরিদর্শনের জন্য আসেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়াম পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন চপল, প্রফেশনাল লীগের কো অডিনেটর জাবের আনসারী, মিজানুর রহমান একাউন্টেট, হারুন অর রশিদ সভাপতি টঙ্গী সোনালী অতীত, আব্দুল মান্নান টঙ্গী ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি ও টঙ্গী সোনালী অতীত এর সাধারণ সম্পাদক, মোঃ ইদ্রিস টঙ্গী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও সোনালী অতীত এর সহ-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম নিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক টঙ্গী ক্রীড়া চক্র, আক্তার হোসেন কেশিয়ার টঙ্গী ক্রীড়া চক্র, জাবেদ হাসান সোহেল স্মৃতি সংসদের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।
এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও বাফুফের সদস্য নূরুল ইসলাম বলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়াম বাংলাদেশ প্রিমিয়াম লীগ খেলার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন প্রিমিয়াম লীগ সহ বাংলাদেশের অন্যান্য ফুটবল লীগ খেলাও বাফুফের তত্ত্বাবধানে শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।