জনতার সময়২৪.কম অনলাইন নিউজের টঙ্গী গাজীপুরের প্রতিনিধি হলেন মোঃ নুরুজ্জামান শেখ।
রিপোর্টারের নাম
-
প্রকাশিত :
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
-
১২৭
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদনঃ
- বহুল আলোচিত নিউজ পোর্টাল জনতার সময়২৪.কম এ টঙ্গী প্রতিনিধি হলেন মোঃ নুরুজ্জামান শেখ বর্তমানে মোঃ নুরুজ্জামান শেখ দৈনিক বিজয় বাংলা.কম ও দৈনিক হবিগঞ্জের আলো অনলাইন নিউজের টঙ্গী গাজীপুর প্রতিনিধি হিসাবে কাজ করছেন তার এ খবরে সোস্যাল মিডিয়া ফ্যাসবুকে অভিনন্দনের জোয়ারে বাসছেন নুরুজ্জামান। তার সাথে যোগাযোগ করা হলে নুরুজ্জামান বলেন জনতার সময়২৪.কম আমাকে টঙ্গী প্রতিনিধি করায় আমি আনন্দিত এবং যাহারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাদের নিকট আমি কৃতজ্ঞ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন