মোঃশরিফ হোসেন চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জুমন খাঁন(২৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।ফরিদগঞ্জ থানা পুলিশ। অফিসার ইন চার্জ সাহেবের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.বাহার মিয়া, সাহেবের তদারকিতে এস.আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ফরিদগঞ্জ থানাধীন ০৮নং পাইকপাড়া(দক্ষিন) ইউপি এলাকার সাহাপুর গ্রামে বিশেষ অভিযান চালান।এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃজুমন(২৩) কে ৫০(পঞ্চাশ)পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।মোঃ জুমন খাঁন হলেন,০৮নং পাইকপাড়া(দক্ষিন) ইউপি এলাকার সাহাপুর (নক্তির বাড়ির)মোঃ মনু মিয়া খাঁনের ছেলে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০৮নং পাইকপাড়া(দক্ষিন) ইউপি এলাকার সাহাপুর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুমন(২৩)কে ৫০ পিস ইয়াবাসহ আটক হয় এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।