আর.জে মিজানুর রহমান ইমনঃ তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় (২২শে জানুয়ারী) শুক্রবার রাত অনুমান ১.০০টার সময়, ০৬ জন ছিনতাইকারী যাত্রী বেশে পাশাপাশি ধোবাউড়া থানার গোয়াতলা নামক স্থানে যাওয়ার কথা বলে চারশত টাকা ভাড়া সাব্যস্ত করে তারাকান্দা বাস স্ট্যান্ড হইতে সিএনজিতে উঠে । পরে কিছু রাস্তা অতিক্রম করে গিয়ে রাত অনুমানিক দেড়টার সময় তারাকান্দা থানাধীন কেন্দুয়া বাজার পার হয়ে ফাঁকা জায়গায় গেলে পূর্ব পরিকল্পিতভাবে সকল ছিনতাইকারীরা সি.এন.জি চালকের গলায় চাকু ধরিয়া ও বিভিন্ন রকমের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে সি.এন.জি নিয়ে যাওয়ার চেষ্টা করে ।
এ সময়ে অপর দিক থেকে একটি গাড়ি আসছে দেখিয়া সি.এন.জি চালক জোড়ে চিৎকার দিলে ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করে । তখন স্থানীয় লোকজন এবং ওই এলাকায় থাকা টহল পুলিশ সম্মিলিত প্রচেষ্টায় ০৩ জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ । তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল জানান, উক্ত ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করতে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে । এবং তিনি সকল ভাড়ায় চালিত সি.এন.জি অটোরিকশা এবং মোটরসাইকেল চালকদের রাতের বেলায় অপরিচিত কাউকে ভাড়ায় না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ।