দিনাজপুর জেলা প্রতিনিধিঃএম আর জয়
উত্তরাঞ্চলে শীতের প্রভাব প্রতি নিয়ত বেড়েই চলেছে।আর এই কনকনে শীতে পিছিয়ে নেই উত্তরের জেলা দিনাজপুর।প্রচন্ড এই শীত এবং কুয়াশায় পথ শিশুদের দিকে তাকালে বোঝা যায় তারা কতটা কষ্টে জীবন অতিবাহিত করছে।যখন দিনাজপুর জেলায় এমন অবস্থা ঠিক তখনই পাশে দাড়িয়েছেন “আমার বাংলাদেশ ফাউন্ডেশন” নামের একটি সংস্থা।স্থানীয় সকল পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,আর এই শীতের পোশাক পেয়ে পথশিশুরা তাদের খুশি ধরে রাখতে পারেনি।আর এই সংস্থার পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন সাংবাদিক এনামুল মবিন সবুজ(সহকারী জেলা প্রতিনিধি)।আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ক্রাইম রিপোর্টার সাংবাদিক এম আর জয় (দিনাজপুর জেলা প্রতিনিধি),সাংবাদিক রফিক শাহ (সহকারী জেলা প্রতিনিধি) এবং স্থানীয় আরও কিছু ব্যাক্তি বর্গ।