“দূর্গম গন্তব্য”
★কৃষ্ণ কমল নাথ★
নীরব দাহন প্রতিক্ষণে
মনের গহনে,
বক্ষফাঁটা ক্রন্দ, অশ্রুনীর-
বহিব কেমনে!
কাঙ্গালীর বেশে ঘরে ঘরে
ফেলি দু-চরণ,
যেথা কিছু পাই সেথা যাই
করিতে কেবল
আত্ম-নিবারণ।
হাজারো বিষ বক্ষে চাপিয়া
হই যার দাস,
সু-প্রীতির স্মৃতি দিয়া ইতি
মোরে দেয় ফাঁস।
২০টা বছর কেটে গেল
পরের পেছনে,
ঝুলিতে মম কি লভিলাম
ভাবিহে গোপনে!
দ্বান্দ্বিকতায় ভরা এ হীন
গ্রামীণ বাগান,
বারেবারে করেছে আমায়
তীব্র প্রত্যাখান।
চাওয়া পাওয়া যাহা এসে
ভিড় করেছিল,
পরিপূর্ণ আর হলো নাকো
নিরাশ করিল।
মানুষ হয়ে আমি গিয়েছি
মানুষের পাশে
সান্নিধ্যের আশে,
জানিতাম না, তারা কেবল
অমানুষেরেই ভালবাসে!
নিঃস্ব জনাকে ওরা শুধু
দাস করে রাখে,
অযোগ্যরাই সিংহাসনে
যোগ্যরা বিপাকে!
কেবা করিবে যোগ্য নির্ণয়
যোগ্যরা যে পাছে,
সামনে শুধু দুর্নীতিবাজ
সুনীতিকে মুছে।
…সংক্ষেপিত।