স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ – সিলেট রুটে বিআরটিসি বাস চলাচল যেদিন থেকে শুরু হয়েছিলো সেদিন থেকেই নানান বৈষম্যের সৃষ্টি করছে বিআরটিসি। কখনো কাউন্টার ভাঙচুর আবার কখনো গিয়ে গাড়ী ভাঙচুর। এখন যাত্রাপথে বাধা।
বিআরটিসি চালু হওয়াতে হবিগঞ্জ – সিলেট রুটে বিরতিহীনের একক রাজত্বের অবসান ঘটে। সাধারণ যাত্রীরা বিরতিহীন নিয়ে নানা অভিযোগ – অনুযোগের মুখে বিআরটিসি চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস রাখেন৷
তবে এখনের পরিস্থিতি উল্টো। বিরতিহীনের উদ্ভুত বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও বিরতিহীন কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই যেন নিচ্ছে না।
স্বপন রবি দাস,
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইল :০১৭০৩-৫৬৮৮৯৭