মোঃ নুরুজ্জামান শেখ( টঙ্গী গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর হায়দরাবাদ এলাকায় ভাওয়ালবীর শহিদ আহসান উল্লা মাষ্টার এমপি”র পিতা হযরত শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদির পাঠান (র:) এর ওরশ মোবারক পালন উপলক্ষে সহস্র আওয়ামীলীগের নেতা কর্মী ও বক্তবৃন্দদের নিয়ে গত ২৬শে জানুয়ারী মঙ্গলবার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালবীর শহিদ আহসান উল্লা মাষ্টার এমপি”র সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহ্সান রাসেল এমপি, হযরত শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদির পাঠান (র:) এর ছেলে গাজীপুর মহানগর আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো মতিউর রহমান মতি প্রমুখ।
.