মোঃজুয়েল আকরাম রানা চুনারুঘাট প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই বাগানের নিয়মিত শ্রমিক।
দেউন্দি চা বাগানের ডেপুটি ম্যানাজার দেবাশীষ রায় জানান, সকাল থেকে শ্রমিকরা দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির ভেতরে উৎপাদন কাজ করছিলেন। দুপুরে হঠাৎ ফ্যাক্টরির একটি দেয়াল ধ্বসে দুই শ্রমিক চাপা পড়েন। এতে তারা গুরুত্বর আহত হন।
অন্যান্য শ্রমিকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিনতী শর্মা তাদের মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য ব্রিটিশ আমলে নির্মান করা ফ্যাক্টরী ও ভবন গুলো ঝুকিঁপুর্ণ হলেও কতৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে শ্রমিকরা অভিযোগ করেছে।