মোঃ শফিউল ইসলাম (শফিক) নেএকোনা জেলা ঃ
নেএকোনা দুর্গাপুর পৌরসভা নির্বাচন গতকাল ৩০ জানুয়ারি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে এতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব আলাল উদ্দিন (আলাল) তিনি পেয়েছেন ১১ হাজার ১শত ২৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আলহাজ্ব জামাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯ শত ৯৯ ভোট এবং কাউন্সিলর সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন মানসুরা বেগম ও আফরিন জাহান বিউটি ও কমলা বেগম ও পুরুষ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন নুরুল আকরাম খান ও শেখ আলামিন ও মশিউর রহমান বাদল ও ইব্রাহিম খলিলুর রহমান টিপু ও কামরুল হাসান জনি ও মনির হোসেন মানিক ও এমরোজ হোসেন ও সাচ্ছু পেয়াদা ও রশিদ মড়ল প্রমুখ।