নাজমুল হোসেন,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
আসান্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন
আগামী ১৪ই ফেব্রুয়ারী ২০২১খ্রিঃ রবিবার বিশ্ব ভালবাসা দিবসের দিনকে সামনে রেখে প্রচারনায় ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা।
কাক ডাকা ভোর থেকে শুরু করে রাত অব্ধি কর্মী ও সমর্থক নিয়ে ছুটে
যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
নির্বাচনে মেয়র পদে(৩)তিনজন,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন,সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মন্ডল(নৌকা প্রতীক) যুগান্তর প্রত্রিকার প্রতিনিধি হেলাল মাহমুদ সাংবাদিক(লাঙ্গল প্রতীক) ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজামের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম (জগ প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৪ই ফেব্রুয়ারী রবিবার বিশ্ব ভালবাসা দিবসের দিনে চর্তুথ ধাপে
নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহমদ বলেছেন।
পৌর সভায় মোট ভোটার সংখ্যা
১৬হাজার ৫শ ৪৮জন,পুরুষ ভোটার ৮হাজার ২শ ৫৪ জন এবং মহিলা ভোটার ৮হাজার ২শ ৯৪জন।
গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ড থেকে
৯,নং ওয়ার্ড পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচনী এলাকায় পোষ্টার আর পোষ্টারের অলিতে গলিতে লিফলেট নিয়ে প্রার্থী ও সমর্থকরা ঘরে ঘরে ভোট চাচ্ছেন। পৌরসভার উন্নয়নে নিজেদের নানা কর্ম পরিকল্পনার কথা তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা
প্রতিশ্রুতি দিচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে বসত বাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। চলছে পছন্দের প্রার্থীর পক্ষে আলোচনা।
মেয়র প্রার্থীদের পাশাপাশি বসে নেই বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। তারাও প্রচারণা চালাচ্ছেন সমানতালে।
পৌর ৪নং ওয়ার্ড জুড়ান মোল্লা
পাড়ার মোঃআমিনুল ইসলাম জনপ্রিয় অনলাইন পত্রিকা সঠিক বার্তা২৪.ডটকম কে বলেন
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট, স্কুল, কলেজসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য যে কাজ করবে এবং বিপদ আপদে
আমরা যাকে পাশে পাবো তাকেই ভোট প্রদান করবো।
এদিকে পৌর ৫নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার একজন মহিলা ভোটার নমিতা বলেন, নির্বাচন
আসলেই প্রার্থীরা নানা ধরণের
প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে আসেন কিন্তু নির্বাচিত হবার পর প্রতিশ্রুতি বাস্তাবায়ন তো দুরের কথা আমাদের খোঁজ খবর নেবার সময় তাদের
থাকেনা।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও অক্লান্ত পরিশ্রম করে চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা, ভোট প্রার্থনা করছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে।