কাইয়ুম সরকার হবিগঞ্জ জেলা প্রতিনিদি
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা মাইক্রোবাস চালক সমবায় সমিতির অনুষ্ঠিত নির্বাচনের কার্যকর কমিটির ১০/০২/২০২১ ইং তারিখে রোজ বুধবার
সভাপতি পদপ্রার্থী নুরুল আলম (রিপন) ভিপুল ভোটে চেয়ার মার্কায় নির্বাচিত হয়!
এবং সবার কাছে দোয়া চায় আগামি দিন গুলিতে যেন সু ফল বইয়ে আনতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন!
উক্ত নির্বাচনে আরো জয়লাভ করেন
সহ সভাপতি হিসাবে
মো: হাফিজুর রহমান (হাফিজ)
চাকা মার্কায়
সাধারন সম্পাদক হিসেবে মো: কালু মিয়া হরিণ মার্কায়,
সদস্য হিসেবে মো: মনির হুসেন মাইক্রোবাস মার্কায়,
মো: সোলায়মান দেয়াল ঘড়ি মার্কায়,
মো: সাত্তার হুসেন বাইসাইকেল মার্কায়,
তাছারা উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক
শাহ মো: কামাল হোসেন,
যুগ্ন সম্পাদক মো: ইয়াছিন মিয়া,
কোষাদক্ষ মো: ইকবাল খাঁন!