মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ববধানে বিপিএল ফুটবল লিগের গতকাল শুক্রবার বিকেল ৩:ঘটিকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২১’ এর গতকাল ম্যাচটি শহীদ আহ্সানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, টঙ্গীতে উত্তর বারিধারা ক্লাব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা এসকেসি এর মধ্যে গতকাল দুপুর ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটি উত্তর বারিধারা ক্লাব বাংলাদেশ মুক্তিযোদ্ধা এসকেসি এর মধ্যে ১-১ গোলে ড্র হয়। উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে সুমন রেজা ৪৩ মিনিটে একটি গোল করেন। অপরদিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা এসকেসি এর পক্ষ থেকে ইউসুকে কাটো ৪৮ মিনিটে একটি গোল করেন।
উক্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ফুটবল খেলাটি বাফুফে এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ টঙ্গী জোনের ভেন্যু সভাপতি, ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম নুরু ।
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, মোঃ কাউসার হামিদ, টঙ্গী সোনালী অতীত সভাপতি হারুনুর রশিদ, টঙ্গী ক্রীড়াচক্রের সিনিয়র সহ-সভাপতি ও সোনালী অতীত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, টঙ্গী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ও সোনালী অতীত সহ-সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, টঙ্গী সোনালী অতীত সহ-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বাফুফের সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম নুরু সংবাদ বার্তাকে বলেন-বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের সহযোগিতায় আজ গাজীপুর মাটিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা শুরু হয়েছে। তাই গাজীপুরবাসী মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ থাকবেন, সেইসাথে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম টি একটি জাতীয় পর্যায় খেলার পরিচালনা করার কথা চিন্তা করে ২৬ কোটি টাকা মেরামতের জন্য বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।
সেইসাথে তিনি আরো বলেন-বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১”এর ফুটবল খেলাটি আগামী ২০”শে ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেল ০৩” ঘটিকায়, উত্তর বারিধারা-বনাম আরামবাগ স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।