হবিগঞ্জ জেলা প্রতিনিধি:কাইয়ুম সরকারঃ
মাধবপুর ফায়ার সার্ভিস জন সচেতনা মূলক বিষয়ে পরিদর্শন এবং আলোচনা করেন!
মাধবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক,
বলেন অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ! তাই অগ্নি প্রতিরোধে সচেতন হোন!নিজে বাচুন অন্নকেও বাচান!
প্রয়োজনে আমাদেরকে ফোন করুন মোবাইল:01730082213
এ সময় উপস্থিত চিলেন চেংগার বাজারের কমিটির সভাপতি শেখ তোফাজ্জল হোসেন (ছুরুক) বাজার কমিটির সেক্রেটারি
মো: মজিদ মিয়া এবং বাজার কমিটির সকল সদস্য বৃন্দ!