সিলেট জেলা প্রতিনিধি – তোফায়েল আহমদ
দি ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের শুভ উদ্ভোধন। সিলেট শহরের সদর উপজেলার ইসলামপুরে জাঁকজমকপূর্ণ ভাবে দি ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার নামে একটি ডায়াগনষ্টিক সেন্টার উদ্ভোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাঃ এহতেশামুল হোক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এড.রনজিত সরকার ও বিশিষ্ঠ রাজনীতিবীদ আগামীর খাদিমপাড়া ইউনিয়নের কর্নধার জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জনাব আরমান আহমদ শিপলু -উপ পরিচালক, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র নেতা সুহেল আহমদ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ তারা তাদের বক্তব্যে বলেন এই এলাকার চিকিৎসা সেবার উন্নয়নে এই ডায়াগনস্টিক ভূমিকা রাখবে।