মোঃ নুরুজ্জামান শেখ (টঙ্গী গাজীপুর)প্রতিনিধিঃ
জাতীয় দলের ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন নেয়ার দিন টিকা নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এন্ড হাসপাতালে তিনি করোনার ভ্যাকসিন নেন। মন্ত্রীর স্ত্রী ও পরিবারের কয়েকজন ভ্যাকসিন নিয়েছেন।
টিকা নেয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ অনেক দেশের আগেই টিকা সুবিধা গ্রহণ করতে পারছে। ক্রীড়াঙ্গনের আগ্রহী ব্যক্তিরা ইতোমধ্যে অনেকে নিয়েছেন। যারা আগ্রহ প্রকাশ করেছেন তারাও টিকা নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিসের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্বক্ষণিক বিষয়গুলো নিয়ে কাজ করছে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মঙ্গলবার টিকা নেয়ার কথা থাকলেও বুধবার মন্ত্রণালয়ের কাজে মুন্সিগঞ্জ সফর থাকায় আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন। টিকা নেয়ার স্বাভাবিক ও সুস্থ আছেন বলে জানিয়েছেন।
৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পরের দিনই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিয়ে এর কিছু দিন পর। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা টিকা নিয়েছেন গতকাল ১৭ ফেব্রুয়ারি। এছাড়া ক্রীড়াঙ্গনের অনেক সংগঠক, সাবেক এখন খেলোয়াড়রা টিকা নিচ্ছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সপ্তাহ খানেকের সফরে দুবাই ছিলেন। ১৩ ফেব্রুয়ারি দুবাই থেকে ঢাকায় আসেন। বিদেশ থাকায় টিকা দিতে খানিকটা বিলম্ব হয়েছে জাহিদ আহসান রাসেলের।