মোঃ নুরুজ্জামান শেখ ষ্টাফ রিপোর্টারঃ
গত ইং ১৩/০২/২০২১ তারিখ রাত্র অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম মাথার ফ্লাইওভারের উপর একটি গরু বোঝাই ট্রাককে একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ট্রাক সহ ১২টি গরু ডাকাতি করে নিয়ে যায় এবং উক্ত ঘটনার বিষয়ে কোনাবাড়ী থানার মামলা নং-১১, তারিখ-১৩/০২/২০২১ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু হওয়ার পর
কোনাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০/০২/২০২১ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচট এলাকা হইতে সামছুল আলম শান্ত সামছু (৪০), ডিএমপি ঢাকার মিরপুর হইতে ডাকাত দলের সর্দার শামীম ওরফে সবদুল (৩০), কাশিমপুর থানার জিরানি এলাকা হইতে ডাকাত দুলাল মিয়া দুলু (৩৬) ও সোহেল রানা (২৮) এবং আশুলিয়া শ্রীপুর এলাকা হইতে ওবায়দুল শেখ (৩৬) কে গ্রেফতার করা হয়। আটকৃতদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ডাকাত মোঃ আনোয়ার হোসেন (৩৫) ও মোঃ সুমন মোল্লা (২৮) কে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কাটার এলাকা হইতে উক্ত ডাকাতি ঘটনায় ব্যবহৃত ট্রাক সহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল আসামীরা ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। আসামীরা আরও জানায় যে, তাহারা মহাসড়কে গরু সহ পন্য বোঝাই বিভিন্ন মালবাহী ট্রাক কৌশলে ব্যারিকেড দিয়া ডাকাতি করে। উপরোক্ত ডাকাত দলের সদস্যরা মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর জেলা সহ অন্যান্য জেলায় গরু ডাকাতি করিয়াছে মর্মে স্বীকার করে। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। এরা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সংঙ্গবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।