শাহিন আলম: শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ব্লাড সোসাইটি বাংলাদেশ সংগঠনের সদস্যদের রক্তদানে ২১ ফেব্রুয়ারি পালন আজ, মধ্যরাতে রক্ত শূন্যতা একজন মায়ের জন্য এ নেগেটিভ রক্ত প্রয়োজন হয় মাধবপুর উপজেলা থেকে মধ্যরাতে হবিগঞ্জ সদরে এসে রক্তদান করেন এম আর জয় ও আবু তাহের বাদল এ পজেটিভ রক্তদান করেন রক্ত শূন্যতা একজন রোগিকে হবিগঞ্জ সদর হসপিটালের, বাঁচবে রোগি হাসবে বেশ ব্লাড সোসাইটি বাংলাদেশ, উক্ত সংগঠনের সদস্যরা দুই বছর ধরে অসহায় গরীব মানুষের সেবা করে আসছে সব সময়, এই পর্যন্ত ৩০০ উপরে রক্ত ম্যানেজ করে দিয়েছে উক্ত সংগঠনের সদস্যরা অসহায় মানুষদের, রক্তদিন জীবন বাঁচান।
রক্ত প্রয়োজনেঃ ০১৭১২৩৪১২২৮/০১৭১৫১৮০১১৫
আপনার রক্তে যদি বেঁচে যায় একটি প্রাণ তাহলে কেন করবেন না রক্তদান।
———-সচেনতায়——–
ব্লাড সোসাইটি বাংলাদেশ ৬৪ জেলা পরিবার ডিম।