নোমান আহমেদ হবিগঞ্জ
আন্তঃ বিভাগীয় ডাকাত দলের সর্দার ফজর আলী বাটনের অন্যতম সহযোগী মোশাহিদ ওরফে কুখ্যাত কালা ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট থানার এসআই অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোশাহিদকে গ্রেপ্তার করেন। মোশাহিদ আলোনিয়া গ্রামের ছাবু মিয়ার ছেলে। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুখ্যাত ডাকাত ফজর আলী বাটনের অন্যতম সহযোগী মোশাহিদ । তার বিরুদ্ধে বন মামলাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া নারী নির্যাতনসহ রয়েছে বেশ কয়েকটি অভিযোগ। তার বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায় না। মোশাহিদ মামলায় জামিনে বের হয়ে ফের অপকর্মে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। মোশাহিদ প্রশাসনের চোখফাকি দিয়ে বিভিন্ন স্থানে ডাকাতির পাশাপাশি গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক।