মোঃ নুরুজ্জামান শেখ (টঙ্গী গাজীপুর( প্রতিনিধিঃ
টিকা নিচ্ছেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক ।
। ফ্যাসবুক থেকে নেওয়া
টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক করোনাভাইরাসের টিকা নিয়েছেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি হিসেবে তিনি এ টিকা নিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় টঙ্গী শহিদ আহসান উল্লা মাষ্টার জেনারেল হাসপাতালে ফজলুল হক টিকা নেন।
টঙ্গী থানা যুবলীগের অন্যতম নেতা মোঃ ফয়েজ আহমেদ রাজু দৈনিক হবিগঞ্জের আলোকে বলেন, সভাপতি ফজলুল হক টিকা নেওয়ার পরই তাঁর নিয়মিত কাজে যোগ দিয়েছেন। তিনি ভালো আছেন।
টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক বলেছেন, টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিয়েছেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেওয়ার আহ্বান জানান। এ সময় সভাপতির সাথে ছিলেন তৃণমূল জনসংগঠনের নেতা মোহাম্মদ আলী মাহমুদ, সাদেক হোসেন খান প্রমুখ।