সাব্বির হোসেন শরনখোলা সংবাদদাতাঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় উদ্ধার হওয়া অপরিচিত নারীর (৩৫) গলায় ফাঁস লাগানো লাশের পরিচয় পাওয়া গেছে।
শরনখোলা থানা পুলিশ জানায় নিহত নারী হলো উপজেলার উত্তর রাজাপুর (ভোলারপাড়) গ্রামের মৃত নজির আহমেদের স্ত্রী এবং পশ্চিম রাজাপুর গ্রামের ছোমেদ চৌকিদারের কন্যা লাকি বেগম।
গত শনিবার ( ২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার রাজেশ্বর গ্রামের কলাই ক্ষেত থেকে পুলিশ নিহত ঐ নারীর লাশ উদ্ধার করে।
শরণখোলা থানা ইন্সপেক্টর ( তদন্ত) ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুর রহমান শেখ জানান, এলাকাবাসীরা নিহতের ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করেছে। নিহতের বড় মেয়ে কুরসিয়া খাতুন জানায়, সে খুলনায় খালার বাড়ীতে বেড়াতে এসেছে। (১৭ ফেব্রুয়ারী) বুধবার সন্ধ্যা থেকে তার মায়ের ফোন বন্ধ রয়েছে । ঐ দিন দুপুরে বাগেরহাট বসে তার মা লাকি বেগম তাকে (কুরসিয়া) তার খালা মাসুমা বেগমের সাথে খুলনার বাড়ীতে বেড়াতে পাঠায় বলে কুরসিয়া মুঠোফোনে জানায় ।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামে গিয়ে কলাই ক্ষেতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অর্ধ নগ্ন বোরখা পরিহিত অজ্ঞাত পরিচয়ের মৃত নারীর লাশ উদ্ধার করে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।