নাজমুল হোসেন,
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ
বিআইডব্লিউটিসি ও ঘাট সংশিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুুর বিশ্ব জাকের মঞ্জিজলের তিনদিনের বাৎসরিক ওরসে ঢাকা,গাজিপুর,
ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ
,সাভার, সহ বিভিন্ন অঞ্চলের ভক্ত
আশেকান শতশত বাস ও ব্যাক্তিগত গাড়িযোগে অংশ নেন। সোমবার ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটে। তারপর হতে ঐ ভক্তরা একযোগে ফিরতে শুরু করেছেন নিজ গন্তব্যে। পাশাপাশি টানা তিনদিনের সরকারি ছুটি শেষে বাড়িতে আসা অসংখ্য মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন।সেই কারনে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া ঘাট এলাকায় সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট হতে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সারিতে ওরসের গাড়ির সংখ্যাই অধিক। দীর্ঘ সময় আটকে থেকে মুসুলিরা সহ যাত্রীরা প্রাকৃতিক কাজে দূর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিকে ঘাটের উপর চাপ কমিয়ে যাত্রী দূর্ভোগ এড়াতে পুলিশ প্রায় ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় অপচনশীল মালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান গুলোকে আটকে দিচ্ছে বলে জানা গেছে।
ঈগল ( ঢাকা মেট্রো ১৪-৮৬৫৩)পরিবহনের চালক সজীব বলেন, রাত ২টার সময় দৌলতদিয়া এসে সিরিয়ালে আটকে আছি এখন বেলা ১১টা বাজে এখনো ফেরির দেখা মিলছে না, কখন ফেরি পাবো জানি না।
বিআইডবিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যাবস্হাপক মাহাবুব হোসেন বলেন, একসঙ্গে অতিরিক্ত গাড়ি চলে আসায় ঘাট এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তবে নৌরুটে ১৬ টি ফেরি চলছে। অল্প সময়ের মধ্যেই আটকেন থাকা যানবাহনগুলো নদী পারাপারের সুযোগ পাচ্ছে। যাত্রীবাহী যানবাহনের চাপ কমলে সুবিধামতো পন্যবাহী গাড়িগুলো পার করা হবে