মোঃ নুরুজ্জামান শেখ( টঙ্গী গাজীপুর) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপ সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সিলেট মহাসড়কে টঙ্গী থানার সামনে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি টঙ্গী শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ষ্টাফ রিপোটার দৈনিক মহনা ও গাজীপুর মহানগর বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মুজাহিদ এশিয়া বার্তা, অমল চন্দ্র বোস দৈনিক সমাচার টঙ্গী প্রতিনিধি, এস এম তামিম দৈনিক সংবাদ মহনা,দেওয়ান রফিকুল ইসলাম মাখন দৈনিক জনতা, মোঃ নুরুজ্জামান শেখ ষ্টাফ রিপোর্টার দৈনিক হবিগঞ্জের আলো, মোঃ সুজন সারোয়ার দৈনিক বর্তমান টঙ্গী প্রতিনিধি,শিল্পী আকতার দৈনিক দেশান্তর প্রমুখ
সভায় বক্তাগণ সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও পরিবারের সদস্যদের জন্য ক্ষতি পূরনের দাবী জানান। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুুজাক্কির গুলিবিদ্ধ হন এবং গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান