নাজমুল হোসেন,
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরী ঘাটের অদুরে পদ্মা নদীতে বুধবার ২৪শে ফেব্রয়ারি ২০২১খ্রিঃ ভোর রাতে পাবনার জেলে কালিদাস হালদারের জালে ১৪কেজি ওজনের একটি বিশাল আকৃতির রুই মাছধরা
পড়ে।
পদ্মা নদীতে মাছ ধরার নৌকা থেকে রুই মাছটি নিলাম ওয়াকসনের
মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ২৫শ টাকা কেজি দরে মোট ৩৫হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় বিশাল আকৃতির রুই মাছটি দৌলতদিয়া ৫নং ফেরীঘাটের
পল্টনের সাথে বেঁধে রাখলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মোঃচান্দু মোল্লা জানান,সকালে পাবনার জেলে আমাকে মোঠোফোনের মাধ্যমে জানায় আমার জালে ১৪কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়ছে আপনি নিতে চাইলে মাছটি দেখতে পারেন।পরে আমি কার্গো ঘাটের একটু অদুরে গিয়ে মাছ ধরার নৌকা থেকে রুই মাছটি ২৫শ টাকা কেজি দরে মোট ৩৫হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি।
মাছটি বেশী দামে বিক্রির আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে যোগাযোগ হচ্ছে আশা করি আজকের মধ্যেই মাছটি ভাল দামে বিক্রি করতে পারবো।
গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় ধরনের মাছ পাওয়া যাবে মিঠা পানির এত বড় মাছ সুস্বাদু হবে তবে এত বড় মাছ এখন খুব একটা দেখা যায় না এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন,কৌনা,কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।