নিউজ ডেস্কঃ
আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হবিগঞ্জ পৌরসভার নির্বাচন। এই নির্বাচন এর মধ্য দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থান রত পৌরসভার নির্বাচন এর কাজ। এরই ধারাবাহিকতায় জম জমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণায়। তারই ধারাবাহিকতায় নৌকা মার্কায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম এর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ। শুক্রবার হবিগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডের আনাচে কানাচে নৌকা মার্কার প্রচারে চড়িয়ে পরেন দলটির নেতৃবৃন্দ। তখন তাঁরা সকলকে সম্মিলিত ভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, উপস্থিত ছিলেন দলটির জেলা কমিটির সভাপতি জাকারিয়া আমিন শিক্ষানবিশ আইনজীবী হবিগঞ্জ জর্জ কোর্ট, সাধারণ সম্পাদক এস এম সাইফুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মুজিবুর রহমান মুজিব, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন রবি দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।