সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধিঃ
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে।
তার (শাহ আলম গাজীর) পিতার নাম মৃত আজাহার আলী গাজী।
মৃত্যু শাহ আলম গাজীর ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকাল ৮টার সময় বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য মটার (পানি উঠানের জন্য ব্যবহৃত সেচ) চালাতে যান। এসময় তিনি মটারের তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারী) পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়।