মোঃ জুয়েল আকরাম রানাঃ চুনারুঘাট প্রতিনিধিঃ
১৯৯৯ইং থেকে ছাত্রদলে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন এম এ রহিম। তিনি বতমানে ঢাকা মহানগর উওর আওতাভুক্ত তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডে ছাত্রদল করার পর ২০১০ থেকে যুবদল করেন।২০১৬ ইং পর্যন্ত তারপর ১৭সালে সেপ্টম্বর মাসে সম্মলেনর মাধ্যমে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কালিশিরী বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
এম এ রহিম বলেন,,দল যদি আমাকে ধানের শীষের মার্কা দেন,, তাহলে ২ নং আহম্মদাবাদ ইউনিয়ন কে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে করে তুলব,,,তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।