মোঃ ফকির তানভীর // ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
এতোদিন বইতে পড়েছেন ময়মনসিংহের গারো পাহাড়ের নাম। এখন বাস্তবে দেখবে পাহাড়ে উঠবেন, সেই লক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের সুযোগ্য জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ ১ হালুয়া গাট ধোবাউড়ার মাননীয় সাংসদ মিঃ জুয়েল আরেং এমপির সার্বিক দিকনির্দেশনায় হালুয়াগাট উপজেলা পরিষদের ইউএনও রেজাউল করিম স্যার ও উপজেলা ভূমি অফিসার মহোদয় সার্বিক দেখাশোনা করে হালুয়া গাট উপজেলা চেয়ারম্যান জনব মাহমুদুল হক সায়েমের একাত্বতায় তৈরী করছেন হালুয়া গাট গাজীরভিটা সিমান্ত এলকার গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র। এখানে আসতে হালুয়া গাট ধোবাউড়া থেকে উভয় দিকে পাকা রাস্তা। পর্যটনকেন্দ্র ভ্রমনের জন্য যে সকল সুবিধা থাকছে সার্বক্ষণিক নিরাপত্তা, গাড়ি পার্কিং সুবিধা, প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা, প্যাডেল ভোট, লেক, সুউচ্চ পাহাড়, পাহাড় থেকে দেখা যাবে ইন্ডিয়ান বর্ডার, শিশুদের জন্য দোলনা, বেবি পিচ,সুপেয় খাবার পানি, দূরের যাত্রীদের জন্য রেষ্ট হাউজ, স্বাস্থ্য বিধি মোতাবেক শৌচাগার, ঝুলন্ত ব্রিজ প্রবেশ পথ দুইটা। প্রাকৃতিক পরিবেশে আপনার পরিবার, প্রিয় জন, স্কুল পিকনিক, অফিস কনফারেন্স লাউঞ্জের আয়োজনে নির্বাচিত করতে পারেন ময়মনসিংহ জেলার হালুয়া গাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের গাবরাখালীর গারো পাহাড়ে।