মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর প্রতিনিধিঃ
পরিবেশন ও সংরক্ষণ রাখায় নুরে আলম মদিনা চাইনিস এন্ড বাংলা
রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলে ৮০ হাজার টাকা জরিমানা
করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহরাফ হোসেন।
আজ সোমবার দুপুরে
টঙ্গী পৌরসভা কলেজগেট এলাকায় উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত
হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহরাফ হোসেন বলেন, আজ সোমবার
ভোক্তা অধকার দিবস উপলক্ষে টঙ্গী কলেজগেট এলাকার নুরে আলম মদিনা
চাইনিস এন্ড বাংলা রেস্টুরেন্ট এর রান্না ঘরে দুর্গন্ধ, পচাঁ ও বাসি
খাবার, রান্না করা খাবার একসাথে রাখা, পুড়া তেল ব্যবহার ও মুরগির পা
সংরক্ষন অভিযোগে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫৩ ধারায় উক্ত
প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীনকে ৮০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে বিভিন্ন খাবার হোটেলগুলোতে
আমাদের নিয়মিত ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।