ষ্টাফ রিপোর্টারঃ
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক কতৃক পুলিশের এক এটি এস আই কে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ফটকে সামনে দিয়ে চিকিৎসক ডাঃ মাসুদ রানা যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় ডাঃ মাসুদ রানা ওই রিক্সা চালককে হাসপাতালের ভিতরে নিয়ে বেধড়ক পিটাতে থাকে এই দৃশ্য দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম এগিয়ে আসলে ডাঃ মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে পিটাতে থাকে। এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। এ সময় পুলিশের সামনেই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্যেশ্য করে গালাগালি করে এবং হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের হুমকি দেয়।
সূত্রে জানা যায়, এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন ও ডাঃ মাসুদ টংগীর স্থানীয় বাসিন্দা হওয়ায় তারা প্রতিনিয়ত হাসপাতালে প্রভাব বিস্তার করে আসছেন।