নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোহাম্মদ শফিউল ইসলাম শফিক
রিকশা ও সিএনজি তে আসা প্যাসেঞ্জারদের মধ্যে থাকে পুরুষ ও নারী। ড্রাইভাররা বিচার বিবেচনা না করে যার তার ব্যাগ ধরে টানাটানি করে।এ আচরণ থেকে বাদ যাচ্ছেনা নারীরাও। আজ ১৭ই মার্চ বিকাল 3 ঘটিকায় নেত্রকোনা ঢাকা বাসস্ট্যান্ডে এমনই এক ঘটনা প্রতীয়মান হয়েছে।বাসস্ট্যান্ডের দায়িত্বরত মাইকিং করা লোকটি বারবার বলছে যাত্রীদের ব্যাগ টানা নিষেধ। নিষেধাজ্ঞা উপেক্ষা করেও তারা তাদের মত করে যাত্রীদের কাবু করায় ব্যস্ত। এথেকে পরিত্রাণের জন্য প্রশাসনের সাহায্য প্রয়োজন মনে করছে স্থানীয় জনগণ।