নোমান আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের অসহায় দরিদ্র আঃ হকের পাশে যেন কেউ নেই।
বকেয়া বেতন চাওয়ার কারনে চুনারুঘাট উপজেলার সুন্দর পুর গ্রামের পিতা আতর আলী ওপুত্র তানছুব আলীর কাঁচির আগাতে চোখ আজ অন্ধ।
চিকিৎসার অভাবে জীবন সংকটাপন্ন।
ভাইয়ের এই দুর অবস্থা দেখে তাহেরা খাতুন গত ১০/৩/২০২১ই তারিখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানাযায়, বিগত ৭/৮বছর দরে সুন্দর পুর গ্রামের আতর আলীর বাড়িতে মাসিক ৪০০০টাকা বেতনে কাজ করতেন আঃহক। সে সুবাদে কিছু সঞ্চয় জমা রাখতেন আতর আলীর কাছে।
বিগত দুই তিন মাস পৃর্বে তার সঞ্চয় কৃত টাকা চাইলে টাকা না দেওয়ার বিভিন্ন তালবাহানা শুরু করেন আতর আলী। এক পর্যায়ে আঃ হক টাকার জন্য চাপ প্রয়োগ করলে আতর আলী ও তানছুব আলী মিলে কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এক পর্যায়ে কাঁচির আঘাত চোখের উপর লাগলে আসামিরা তাকে কাঁচির আগাত গোপন করে গালে টিউমার হয়েছে বলে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে চলে যায়।
পরবর্তীতে তার বোন তাহেরা ভাইয়ের এই করুন অবস্থা দেখে ভিটে বাড়ি বিক্রি করে আঃ হকের চিকিৎসা করান।
বর্তমানে আঃহকের অবস্থা আরো সংকটাপন্ন।
এ বিষয়ে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই আশিক জানান অভিযোগ তদন্ত করছি কিছু সত্যতা পেয়েছি। দ্রুত তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।