নাজমুল হোসেন,
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ
রনি পাঠন(১৮),পিতাঃ মতিন পাঠান, মাতাঃ মরিয়ম বেগম, গ্রামঃ আদর্শ গ্রাম পৌরসভা ৭নং ওয়ার্ড থানাঃ গোয়ালন্দ ঘাট, জেলা রাজবাড়ী।পেশা ড্রাইভার রনী পাঠানরা চার ভাইবোন,রনি ভাইদের মধ্যে সবার ছোট ছিল।
নিহতের স্বজনেরা জানান গত ১৭ মার্চ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার রাতে বন্ধুর সাথে বের হয় রনী পাঠান,আর বাড়িতে ফিরে আসেনী নিকট আত্মীয় ও পরিচিত সকালে বাড়িতে খোঁজ নিয়েও রনীর কোন সন্ধান পাওয়া যাচ্ছিলোনা। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান,
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২১ খ্রিঃ শনিবার বিকাল আনুমানিক ৪টা গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়া, মজিবর রহমান মাষ্টারের পুকুরের এক পাশেকানিতে মাটিতে পুঁতেরাখা রনী পাঠানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা রনী পাঠানের মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে রনী পাঠানের হত্যা কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান চলমান আছে।